কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, ঢাকা শহরের আমলারা নিজেদেরকে এমপি বাহারের চেয়েও বড়
আওয়ামী লীগার মনে করে। শনিবার (৮ অক্টোবর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) কুমিল্লার ২৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন বাহার বলেন, আপনারা (প্রকৌশলী) আমলাদের বিরুদ্ধে দুঃখের কথা বলেছেন। তাদের সম্পর্কে কি বলব? ঢাকা মহানগরীর আমলারা নিজেদেরকে এমপি বাহারের চেয়ে বড়
আওয়ামীলীগ মনে করেন। তিনি আরও বলেন, আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পও হতাশ। তিনি ফলাফল মানতে চাননি। সেখানে আনকনটেস্টে (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) এক তৃতীয়াংশ প্রার্থী নির্বাচিত হন।
আ. লীগের এই নেতা বলেন, ‘আপনাদের সবাইকে মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে পাহারা দিতে হবে। শেখ হাসিনার কিছু হলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭৫ সাল পর্যন্ত যে সব স্বপ্ন দেখে গেছেন, তা বাস্তবায়ন করেছেন শেখ
হাসিনা। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭৫ সাল পর্যন্ত যে সব স্বপ্ন দেখে গেছেন, তা বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার মাটি ও মানুষ থাকলেই চলবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবি কুমিল্লার সচিব প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লার সভাপতি আবুল বাশার,
আইইবির সাবেক সভাপতি ড. নুরুল হুদা, অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া, মোঃ আব্দুস সবুর ও বর্তমান সভাপতি শাহাদাত হোসেন শিবলু। স্বাগত বক্তব্য রাখেন আইইবি কুমিল্লার সচিব প্রকৌশলী মো. মীর ফজলে রাব্বি।