1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
আফগানিস্তানে মসজিদে যারা হামলা করেছে সেই হোতাদের শাস্তি নিশ্চিত করুন: ইরানের সর্বোচ্চ - ২৪ ঘন্টাই খবর

আফগানিস্তানে মসজিদে যারা হামলা করেছে সেই হোতাদের শাস্তি নিশ্চিত করুন: ইরানের সর্বোচ্চ

  • আপডেট করা হয়েছে: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৬৫১ বার পঠিত

বিজয়ের বাংলা:
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের এ’কটি মসজিদে গতকালের বিস্ফোরণের নিন্দা জানিয়ে বার্তা দিয়েছেন। ঐ বার্তায় তিনি বি’স্ফোরণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এমন ট্র্যাজেডির

পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার জন্য আফগান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সর্বোচ্চ নেতার বার্তাটি এরকম: বি’সমিল্লাহির রাহমানির রাহিম কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকার মসজিদে মর্মান্তিক বিস্ফোরণে বিপুল সংখ্যক মুসল্লির মৃ’ত্যু আমাদেরকে দুঃখ ভারাক্রান্ত

করেছে। প্রতিবেশী এবং ভ্রাতৃপ্রতিম আফগানিস্তানের কর্মকর্তাদের কাছে প্রত্যাশা হলো তারা এই মারাত্মক অপরাধের সঙ্গে জড়িত রক্তপিপাসুদের শাস্তি নিশ্চিত করবেন ও এই ধরনের ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই

বিস্ফোরণে যারা শহীদ হয়েছেন তাদেরকে যাতে মহান আল্লাহ রহমত এবং উচ্চ মর্যাদা দান করেন সে জন্য দোয়া করছি। আহতদের দ্রুত সুস্থতা

কামনা করছি। আল্লাহতায়ালা তাদের স্বজনদেরকে ধৈর্য ধরার তৌ’ফিক দান করুন। সাইয়্যেদ আলী খামেনেয়ী।সূত্র-পাসটুডে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com