বিজয়ের বাংলা:
৪০ ধারা ভিত্তিক সংবিধানের নতুন কাঠামো প্রকাশ করেছে আ”ফগানিস্তানের সরকার। এতে সাংবিধানিক এবং আইনি কাঠামো অনুসারে ইসলামকে দেশটির রাষ্ট্র ধর্ম করা হয়েছে। এছাড়াও আফগানের পররাষ্ট্রনীতি ইসলামী আইনের উপর চলবে বলেও ঘোষণা করা হয়েছে।গতকাল
শনিবার (১৮ সেপ্টেম্বর) জিওনিউজ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আফগান সরকারের নতুন সং”বিধানিক কাঠামো অনুসারে জনগণের মৌলিক মানবাধিকার এবং সমানভাবে ন্যায়বিচার থাকবে। সমস্ত প্রতিবেশীর সাথে
সমস্যাগুলি শান্তিপূর্ণভাবে এবং অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর তালেবানের অ”ন্যতম প্রতিষ্ঠাতা এবং রাহবারি শুরার দীর্ঘ ২০ বছরের প্রধান মোল্লা হাসান আখুন্দকে
প্রধানমন্ত্রী করে আফগানিস্তানে সরকার গঠন করেছে তা”লেবান। প্রধানমন্ত্রীর পাশাপাশি দু’জন ডেপুটি প্রধানমন্ত্রীও থাকছেন এই সরকারে। ডেপুটি প্রধানমন্ত্রী হলেন মোল্লা আব্দুল গনী বেরাদর এবং মাওলানা আব্দুস সালাম হানাফী।