1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
আফগানিস্তানের কান্দাহারে একটি মসজিদে বোমা বিস্ফোরণ,নিহত ৩২ - ২৪ ঘন্টাই খবর

আফগানিস্তানের কান্দাহারে একটি মসজিদে বোমা বিস্ফোরণ,নিহত ৩২

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৬৬৩ বার পঠিত

বিজয়ের বাংলা:
নিউজ আফগানিস্তানের দক্ষিণে কান্দাহারে এক শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে ৩২ জন নি’হত হয়েছে। শুক্রবার শ’হরের শিয়া মুসলমানদের বৃহত্তম বিবি ফাতিমা মসজিদে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আরো ৪৫ জন আহত

হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায়িত্ব স্বীকার করেনি। আ’ফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোসতি এক টুইট বার্তায় বলেন, ‘আমরা ব্যথিত যে কান্দাহার শহরের ফার্স্ট ডিস্ট্রিক্টে আ’মাদের শিয়া ভাইদের মসজিদে এক বিস্ফোরণ হয়েছে যাতে আমাদের বিশাল

সংখ্যক নাগরিক শহীদ এবং আহত হয়েছেন।’ তিনি জানান, তালেবানের বিশেষ বাহিনী ইতোমধ্যেই ওই স্থানে মোতায়েন করা হয়েছে। তারা ঘটনার প্রকৃতি তদন্ত করছে ও ঘটনার সাথে জড়িতদের বিচারের জন্য সন্ধান করছে। বার্তা সংস্থা

এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। একটি মসজিদের মূল প্রবেশপথে, অপরটি মসজিদের দক্ষিণে এবং তৃতীয় একটি বি”স্ফোরণ ওজুখানা থেকে শোনেন বলে জানান তিনি। সংবাদমাধ্যম আলজাজিরাকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ক্রমেই

বিস্ফোরণে আহত রোগীর চাপ বাড়ছে। হামলায় হতাহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেন তারা। এর আগে ৮ অক্টোবর আফগানিস্তানের উত্ত’রাঞ্চলীয় কুন্দুজে এক শিয়া মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে ৭২ জন নিহত এবং ১৪০ জন আহত হয়। উগ্রবাদী

সংগঠন আইএস হামলার জন্য দায় স্বীকার করে। গত আগস্টে তালেবানের আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই আইএস আ’ফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। তালেবান কর্তৃপক্ষ উগ্রবাদী গোষ্ঠীটিকে দমনের জন্য ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।সূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com