চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে প্রায় তিন কিলোমিটার এলাকা কেঁপে উঠেছে। ভূমিকম্পের মতো ওই এলাকার বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের ফলে লোহার পাত ও টুকরো উড়ে গিয়ে আশপাশের এলাকায় পড়েছে। লোহার পাত উড়ে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে লোহার পাতের আঘাতে মারা গেছেন সালাউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি দুর্ঘটনাকবলিত কারখানা থেকে অন্তত আধা কিলোমিটার দূরে সালেহ আহমদ ঝুট মিলের ভেতর অবস্থিত ডিপোতে কাজ করছিলেন।
এ প্রসঙ্গে কদমরসুল বাজারে অবস্থিত তন্ময় মেডিক্যাল হলের মালিক আমির হোসেন বলেন, লোহার পাত উড়ে এসে মিলের ভেতর ডিপোতে কর্মরত একজনের ওপর পড়ে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ঝুট মিলটি দীর্ঘ দিন ধরে বন্ধ। মিলটি বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ভাড়া নিয়ে মালামালের ডিপো হিসেবে ব্যবহার করছেন। নিহত ব্যক্তি কোনও একটি ডিপোর অধীনে অস্থায়ী হিসেবে কর্মরত ছিলেন।
অপরদিকে, বিস্ফোরণের ঘটনায় একটি লোহার পাত আধা কিলোমিটার উড়ে গিয়ে শামসুল আলম (৬২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে পাত উড়ে গিয়ে মোট দুজনের মৃত্যু হলো।