বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। আজও সারা দিন তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর। আজ ভোর ৬টা
থেকেই রাজধানীজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকায় ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।
আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে ভোর থেকে রাজধানীজুড়ে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন পেশাজীবী ও শ্রমজীবী
মানুষ। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় অফিসগামীরা ভোগান্তিতে পড়েছেন। ভোগান্তি থেকে বাঁচতে পারেননি শ্রমজীবীরাও। বৃষ্টির কারণে থমকে গেছে তাদের উপার্জন।
তবে কিছুটা স্বস্তির কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সারা দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল বুধবার থেকে রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমে আসতে পারে। এরপর ক্রমান্বয়ে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।