1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
আগামী ৩১ জানুয়ারির ভিতরে ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে আমেরিকা - ২৪ ঘন্টাই খবর

আগামী ৩১ জানুয়ারির ভিতরে ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে আমেরিকা

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৯ বার পঠিত

ব্রিগেডিয়ার জেনারেল তাহসিন আল খাফাজি আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যা”হার করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনার ভিত্তিতে এই তারিখ নির্ধারণ করা হয়ে”ছে বলে জানিয়েছেন ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র

তাহসিন আল খাফাজি। ইরাক এবং আমেরিকার যৌথ কমিটি এই তারিখ ঘোষণা করেছে। ব্রিগেডিয়ার জে”নারেল তাহসিন আল খাফাজি আজ (শুক্রবার) আরও বলেন, দুই দেশের মধ্যে অর্জিত সমঝোতার ভিত্তিতে এরিমধ্যে বিপুল

সংখ্যক মার্কিন সেনা ইরাক ছাড়তে শুরু করেছে। তিনি বলেন, আ”ইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি নেই। আর এই আইন আল আসাদ ঘাঁ”টিটির কমান্ডিংয়ের দায়িত্বও এখন ইরাকি সেনাবাহিনীর হাতে। এছাড়া আল হারির

ঘাঁটির একটা বড় অংশই নিয়ন্ত্রণ করছে কুর্দিস্তানের পিশ”মার্গা বাহিনী। ২০০৩ সাল থেকে ইরাকে দখলদার মার্কিন সেনারা অবস্থান করছে। তবে ইরাকি জনগণ এবং রাজনৈতিক দলগুলো

মার্কিন সেনা উপস্থিতির বিরোধী। এর আগে ইরাকের সং”সদও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করেছে।সূত্র-পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com