1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ, সতর্ক পুলিশ - ২৪ ঘন্টাই খবর

আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ, সতর্ক পুলিশ

  • আপডেট করা হয়েছে: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

চট্টগ্রামের পর সিলেটেও পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। প্রথমে একই স্থানে একই সময়ে দুই দল সমাবেশের ঘোষণা দিলেও পরে স্থান বদল করেছে সরকারি দল।

বুধবার রাতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির সমাবেশস্থল নগরের রেজিস্টারি মাঠেই শনিবার আওয়ামী লীগের সমাবেশ হবে।

পরে বৃহস্পতিবার আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপর আরেকটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় আওয়ামী লীগের সমাবেশ রেজিস্টারি মাঠের বদলে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে হবে।

স্থান বদল হলেও একইদিনে বড় দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থান ঘিরে সিলেট নগরে উত্তেজনা বিরাজ করছে। বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে শুক্রবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শনিবার বেলা ২টায় সমাবেশ শুরু হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছেন তারা।

সমাবেশে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ যোগ দেবেন বলে আশা এ বিএনপি নেতার। এদিকে কর্মসূচিতে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগর পুলিশ সতর্ক থাকবে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস সংবাদিকদের জানিয়েছেন।

সমাবেশ নিয়ে সিলেট জেলা বিএনপি নেতারা বলছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জানুয়ারিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। পরে সমাবেশের স্থান নির্বাচন শেষে বিষয়টি মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে অবহিত করে দলটি।

একইদিনে আওয়ামী লীগের সমাবেশ ডাকা প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, “সরকার নানাভাবে বাধা দিয়েও বিএনপির পক্ষের গণজোয়ারকে বাধাগ্রস্থ করতে পারেনি। এখন তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে।

“তাই তারা আমাদের কর্মসূচির দিনে সমাবেশ ডেকেছে। এটা রাজনৈতিক শিষ্ঠাচার ও সিলেটের রাজনৈতিক সম্প্রীতির সঙ্গে বেমানান।”

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com