1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
অর্ধেক ভাড়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী! - ২৪ ঘন্টাই খবর

অর্ধেক ভাড়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী!

  • আপডেট করা হয়েছে: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৬৩৪ বার পঠিত

শিক্ষার্থীদের হাফ ভাড়া দাবির পক্ষে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ছোট বেলায় আমরাও অর্ধেক ভাড়ায় চলেছি। ছোটবেলায় আমরাও হাফ ভাড়ায় চলেছি। তিনি বলেন, শিক্ষার্থীদের কম ভাড়ায় চলাচল নিশ্চিত করা উচিত।

হঠাৎ করে কেন বন্ধ হলো আমার জানা নেই। শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাফ ভাড়া নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে সেতুমন্ত্রীর একটি সমঝোতা হয়েছে। তিনি এ নিয়ে একটি

ঘোষণা দেবেন। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান খান বলেন, শিক্ষার্থীদের বলব তাদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে শেষ হবে। তারা কষ্ট করে খামাখা গাড়ি অবরোধ বা ভাঙচুর যেন না করে। সরকার তাদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com