1. atikurrahman0.ar@gmail.com : MD Atikurrahaman : MD Atikurrahaman
  2. Mijankhan298@gmail.com : Mijankhan :
  3. mbbrimon@gmail.com : MBB Rimon : MBB Rimon
  4. shamimulislamtanvirrana@gmail.com : MD Tanvir Islam : MD Tanvir Islam
  5. shafiulislamtanzil@gmail.com : Safiul Islam Tanzil : Safiul Islam Tanzil
 

অভিনয় ছেড়ে দিয়ে এবার ইবাদতে মন দিয়েছেন এ্যানি, আগামী বছরই বি’য়ে

  • প্রকাশিত: ০৪:১৩ pm | সোমবার ২২ জুন, ২০২০
  • ৮৩ বার পঠিত
ইবাদতে মন দিয়েছেন এ্যানি
ইবাদতে মন দিয়েছেন এ্যানি

বিজয়ের বাংলা:
অভিনয় ছেড়ে দিশে এবার ইবাদতে মন দিয়েছেন এ্যানি, আগামী বছরই বি’য়ে।তারকা অঙ্গনে তিনি পা রেখেছিলেন শিশুশিল্পী হিসেবে। এরইমধ্যে অভিনয় জীবনের দীর্ঘ ২৩টি বছর কেটে গেছে। এবার একটু বিশ্রামের পালা। এবার ঘর-সংসারে আরও ম’নোযোগী হওয়ার সময়। এখন একজন ধা’র্মিক মানুষ হিসেবে

জীবনের বাকিটা সময় কাটানোই উচিত। এমন উপলব্ধি থেকে অভিনয় ক্যারিয়ারের ইতি টানলেন মডেল অভিনেত্রী এ্যানি খান।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘এক বছর আগেই অভিনয় ছাড়ার পরিকল্পনা করেছিলাম। গত ১৯ মার্চ সবশেষ শুটিং

করেছি। এরপর থেকে করোনায় সবকিছুই বন্ধ। এই সময়টাতে বাসায় ছিলাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি। কোরান-হাদিস পড়েছি। এই কি’ছুদিনে অনেক কিছু শিখলাম। এখন আর মিডিয়া আমাকে টানছে না। তাই অভিনয় ছাড়ার সি’দ্ধান্ত

নিলাম।’অ্যানি খান আরও বলেন, ‘জীবনে এই প্রথম- প্রতিদিনই অসংখ্য মৃ’ত্যুর সংবাদ শুনতে হচ্ছে। এরমধ্যে বাবাকেও হা’রালাম। কাছের অনেককেই হারিয়েছি। একজন মুসলিম হিসেবে সঠিক পথে চলতে চাই।

একজন ধার্মিক হয়ে বাকি জীবনটা কাটাতে চাই।’জীবনের এই বাঁক বদলের সময়ে আরও একটা খুশির ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে তার। কিন্তু পাত্র কে, সেটা এখনও জানা যায়নি।
করোনায় গত ২৪ ঘন্টায় কেড়ে নিল আরও ৩৮ প্রা’ণ, আ’ক্রান্ত ৩৪৮০ জন

নিউজটি শেয়ারের অনুরোধ রইলো

এই বিভাগের আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯-২০২০ 'বিজয়ের বাংলা'
Developed by  Bijoyerbangla .Com
Translate to English »