1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
অবাক কান্ডঃ নীল কাঁকড়ার বিষ যেন অমূল্য, প্রতি লিটার ৮৬ কোটি! - ২৪ ঘন্টাই খবর

অবাক কান্ডঃ নীল কাঁকড়ার বিষ যেন অমূল্য, প্রতি লিটার ৮৬ কোটি!

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৭৩২ বার পঠিত

ছবিতে দেখতে গাঢ় নীল এই কাঁকড়া খুবই ভয়ানক। এই প্রজাতির কাঁকড়া পাওয়া যায় কিউবায়। তবে এটি দেখতে যতোটা সুন্দর, এই কাঁকড়া বিষও তেমনই মহামূল্যবান। এই কাঁকড়ার এক লিটার বিষের দাম প্রায় ৮৬ কোটি টাকা। যা থাইল্যান্ডের শঙ্খচূড়ের বিষের তুলনায় দ্বিগুণের

বেশি।থাইল্যান্ডের শঙ্খচূড়ের এক লিটার বিষের দাম প্রায় ৩৫ কোটি টাকা। এ কারণেই নীল কাঁকড়ার বিষকে বিশ্বের সবচেয়ে মূল্যবান বিষ বলা হয়।জানা যায়, এই কাঁকড়ার বিষ থেকে ভিডাটক্স নামের এক ধরনের ওষুধ বানানো হয় যা কিউবায় ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়।

এই বিষে পঞ্চাশেরও বেশি যৌগ পাওয়া যায়। যার মধ্যে খুব কম এখনও পর্যন্ত চিহ্নিত করা গেছে। এই বিষের গুণ প্রকাশ্যে আসতেই এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই বিষ থেকে আরো কোনো দুরারোগ্য ব্যাধির ওষুধ বানানো যায় কিনা তা নিয়েও নিরন্তর গবেষণা চলছে।ইজরায়েরেল

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল গুরেভিজের মতে, এই স্করপিয়নের বিষে এমন কিছু যৌগ আছে যেগুলো প্রাণঘাতী রোগের চিকিৎসায় কাজে লাগতে পারে। শুধু তাই নয়, অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসাতেও এই বিষ কাজে লাগে বলে দাবি, ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের।

সূত্র: আনন্দ বাজার

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com