ওয়ানডেকে বলা হয় বাংলাদেশ দলের পছন্দের ফরম্যাট। ৫০ ওভারের ম্যাচে স্বস্তিতে খেলে টাইগাররা। পরিসংখ্যানও তাই বলে। ওয়ানডেতেই বাংলাদেশ বেশি সাফল্য। কিন্তু শুক্রবার (৫ আগস্ট) সেই চিত্রটা
যেন পুরোপুরি পাল্টে দিলেন জিম্বাবুয়ের দুই ব্যাটার সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়া। দুই সেঞ্চুরিয়ানের কারণে ৩০৩ রান করেও হারতে হয়েছে বাংলাদেশকে। তবে এ হারের জন্য ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংকে
দুষলেন তামিম ইকবাল। গত ৯ বছরে জিম্বাবুয়ের কাছে ওয়ানডেতে হারেনি বাংলাদেশ। ১৯ ম্যাচ পর সেই আক্ষেপ মেটাল জিম্বাবুইয়ানরা। হারারেতে ৩০৩ রানের বড় লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় ৫ উইকেট আর ১০ বল হাতে রেখে। ম্যাচ হারের
পর বাজে ফিল্ডিং নিয়ে ক্ষোভ ঝাড়লেন তামিম। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘এই সেই দিন, যেদিন বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো। বলতে গেলে প্রতিদিনই আমি ফিল্ডিং নিয়ে কথা বলেছি। বলছিলাম, এর জন্য একদিন না
একদিন ভুগতে হবে। আজ সেই দিন।’এমন ক্যাচ ফসকেছে আগেও, কিন্তু বাংলাদেশ জয় পেয়েছে দিনশেষে। তবে এমন যে সব সময় হয় না, সেটাই মনে করিয়ে দিলেন তামিম। তামিম বলেন, ‘আমরা আগেও ক্যাচ ছেড়েছি, কিন্তু
যে কোনোভাবে হোক ম্যাচ জিতে গেছি। কিন্তু যখন আপনি এমন ভালো উইকেটে চারটি ক্যাচ ফেলেন দেবেন, ম্যাচ জিততে পারবেন না। মনে হচ্ছে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে, আগামী ম্যাচের
আগেই।’১৭২ বলে ১৯২ রানের ঝড়ো জুটি গড়ে বাংলাদেশের হাত থেকে ম্যাচ বের করে নেন সিকান্দার রাজা আর ইনোসেন্ট কাইয়া। অথচ এই দুই ব্যাটারেরই ক্যাচ ফেলেছেন টাইগার ফিল্ডাররা। ইনিংসের ৪৩তম ওভারে
রাজার ক্যাচ ফেলেন বদলি ফিল্ডার তাইজুল ইসলাম। ইনোসেন্ট কাইয়া তো জীবন পান দুইবার, ৭০ আর ৭৪ রানে। এমনকি শেষ দিকে রাজার সঙ্গে ৪২ রানের জুটি গড়া লুক জঙউইয়ের সহজ ক্যাচও ফেলেছে বাংলাদেশ।