২মাস পর শুরু হতে যাচ্ছে সকলের কাঙ্খিত ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমিদের মনে চলছে অনেক জ্বল্পনা কল্পনা। কেননা কে হবে এবারের আসরের
বিজয়ী সেটা নিয়ে এখনই চলছে চর্চা। এদিকে বিশ্বকাপের ড্র আগেই হয়েগেছে। এবারের আসরে মোট দল খেলবে ৩২টি এই দল গুলোকে ৮টি গ্রুপের মাদ্ধমে বিশ্বকাপে
খেলানো হবে। প্রথা ভেঙে জুন-জুলাইয়ের পরিবর্তে এবার বিশ্বকাপ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ের মদ্ধে প্রকাশ হয়েছে খেলার সময় সূচীও।