1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
অবশেষে নিউজিল্যান্ডকে গভীর সমুদ্রে নাকানিচুবানি খায়িয়ে জয়ের মালা গলায় পরলো ওয়েস্ট ইন্ডিজ - ২৪ ঘন্টাই খবর

অবশেষে নিউজিল্যান্ডকে গভীর সমুদ্রে নাকানিচুবানি খায়িয়ে জয়ের মালা গলায় পরলো ওয়েস্ট ইন্ডিজ

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৮০ বার পঠিত

ওয়ানডেতে অবশেষে নিউজিল্যান্ডকে হারাতে পারল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল ক্যারিবিয়রা। মাঝের এই ৮ বছরে ওয়ানডেতে

টানা পাঁচ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত জয় মিলেছে কাল রাতে। ব্রিজটাউনে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে

হারিয়েছে নিকোলাস পুরানের দল। টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক পুরান। ৪৫.২ ওভারেই ১৯০ রানে অলআউট হয়ে যায় কিউইরা! দুই বছর

আগে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮৭ রানে অলআউট হওয়ার পর টানা ১০ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে কোনো দল অলআউট করতে পারেনি। সর্বোচ্চ ৫০ বলে ৩৪ রান

এসেছে অধিনায়ক কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৩১ রান করেন মাইকেল ব্রেসওয়েল। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে বৃষ্টির উৎপাত ছিল। তাতে অবশ্য জয় তুলে নিতে

অসুবিধা হয়নি। শামারাহ ব্রুকস একাই খেলেছেন ৯১ বলে ৭৯ রানের ইনিংস। অধিনায়ক পুরানের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন ব্রুকস। ৪৭ বলে ২৮ রান করেন পুরান। ৬৬ বল

হাতে রেখেই জয় তুলে নেয় পুরানের দল। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। চলতি বছর ওয়ানডে এটাই প্রথম হার নিউজিল্যান্ডের। অন্যদিকে এই সংস্করণে টানা নয় হারের পর জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com