সিরিজ বাঁচাতে ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে এরই মধ্যে অর্ধশতক পার করেছে টাইগাররা। যদিও মুনিমের উইকেট হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের
স্কোর ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৯ রান। রিচার্ড এনগারাভার স্লোয়ারে আড়াআড়ি শট খেলতে গিয়ে পুরো মিস করে বোল্ড হয়েছেন মুনিম। প্রথম ম্যাচে ৮ বলে ৪ রানের পর আজ তরুণ ওপেনার ফিরেছেন ৭ বলে ৭ রান
করেই। পঞ্চম ওভারে ৩৭ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। টানাকা চিভাঙ্গা শর্ট বল করেছেন, সেটির জবাব একেকবার একেকভাবে দিয়েছেন লিটন দাস। ফল অবশ্য
একই হয়েছে তিনবারই-বাউন্ডারি। প্রথমে টপ এজে ছয়, এরপর ফাইন লেগ দিয়ে চার, এরপর স্কয়ার লেগ দিয়ে ছয়। চিভাঙ্গার করা ইনিংসের তৃতীয় ওভারে উঠেছে ১৭ রান।