সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, একটি মঞ্চে পারফর্ম করতে গিয়ে গানের শেষভাগে অপু বিশ্বাসকে কোলে তুলে নিতে গিয়ে ফেলে দেন সহ-অভিনেতা নিরব। এসময় অপুর সঙ্গে নিজেও পরে যান নিরব।
এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা নানা কথা বলতে শুরু করেন। অপু বিশ্বাসের অতিরিক্ত ওজনের কারণে নিরব ফেলে দিয়েছেন- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথা ছড়িয়ে পড়ে।
তবে একটি সংবাদমাধ্যমের কাছে নিরব বলেছেন, ওজন নিয়ে যারা কথা বলছেন তারা আসলে খুব খারাপ কাজ করছেন। কারণ, অপু বিশ্বাসের ওজনে সমস্যা ছিল না, এটাই মূল কথা।
নিরব বলেন, পলিয়েস্টার কাপড়ে পা পিছলে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। অনেকেই মনে করছেন, অপুর ওজন বেশি, তাকে কোলে তুলতে গিয়ে পড়ে গিয়েছি। কিন্তু আসলে তা নয়। অপুর ওজনে সমস্যা ছিল না, সমস্যা ছিল স্টেজে। স্টেজটির দৈর্ঘ্য ছিল স্বল্প। আটজন নৃত্যশিল্পীসহ আমরা দুজন স্টেজে ছিলাম।
শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন।